ময়মনসিংহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 5 July 2020

ময়মনসিংহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

শফিউর রহমান সেলিম, মময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে কোভিড–১৯–এ আক্রান্ত  আজ রোববার দুপুরে কৃষি বিভাগের একজন কর্মকর্তাসহ দুজনের মৃত্যু হয়েছে।
কৃষি কর্মকর্তা জেলায় করোনাভাইরাসের সংক্রমণের জন্য নির্ধারিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর মারা যাওয়া অপরজন হলেন নারী। তিনি বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান।
সিভিল সার্জন এ বি এম মসিউল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, আবুল কালাম আজাদ (৫৫) গত ২৫ জুন কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস কেয়ার ইউনিটে ভর্তি হন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি কৃষি বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। তাঁর বাসা ময়মনসিংহ শহরের বলাশপুর এলাকায়।
অপর দিকে ত্রিশাল উপজেলার কাজির শিমলা গ্রামে নিলুফার বেগম (৫২) নামের এক নারী কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হওয়ার পর থেকে ওই নারী নিজের বাসায় আইসোলেশনে ছিলেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে ২৩ জন মারা গেছেন। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯২ জন।
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages