মোহাম্মদ ছৈয়দুল আলম:
চট্টগ্রামের বাঁশখালীতে নিজ বাড়ীর পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু মৃত্যু হয়েছে। জানা যায়, রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার বাঁশখালী উপজেলা গন্ডামারা ইউনিয়নে পশ্চিম বড়ঘোনা গ্রামে গিয়ে মো. রফিক নামের ৫বছরের শিশুর মৃত্যু হয়েছে। বড়ঘোনা গ্রামে বাড়ীর সামনের পুকুরে এই দুর্ঘটনাটি ঘটে।’
স্থানীয় সূত্র জানা যায়, গন্ডামারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ঘোনা গ্রামের খলিল উল্লাহের বাড়ীর মোহাম্মদ শওকতের ছেলে মোহাম্মদ রফিক (৫) বাড়ীর উঠানে খেলতে গিয়ে সামনের পুকুরে পানিতে পাড়ে যায়’।
এই সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের লোকজন মোহাম্মদ রফিককে খুঁজতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা মিলি মৃত ঘোষণা করেন।’
ডা. মিলি জানান, পানিতে পড়ার পর ডুবে গিয়ে অতিরিক্ত পানি খেয়েছে। হাসপতালে যখন আনা হয়েছে তখন সে মৃত অবস্থায় ছিল’।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment