সৈকত আচার্য্য, বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসদরের জলদীতে ইউনিয়ন ব্যাংক লিঃ এর উপশাখা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৯ জুলাই) বিকেলে ব্যাংক কার্যালয়ে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জলদী উপশাখার শুভ উদ্বোধন করেন ইউনিয়ন ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোকাম্মেল হক চৌধুরী আলাল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরী, আশেক এলাহী সোহেল, এসএম শোয়াবুর রহমান, ইউনিয়ন ব্যাংকের চাঁদপুর শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম, জলদী উপশাখার ব্যবস্থাপক মো. মোরশেদুল আলম, চাঁদপুর শাখার অফিসার মো. আবদুল বারেক প্রমুখ।
একুশে মিডিয়া/এসএ
No comments:
Post a Comment