একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের ইস্পাত কারখানা থেকে একটি আর্জেস গ্রেনেড পাওয়া গেছে।বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় বিএসআরএম এর একটি কারখানা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিজপোজাল ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া বলেন, ‘বুধবার বিকেলে ওই ইস্পাত কারখানা থেকে একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যাওয়ার ঘটনা স্থানীয় থানাকে জানানো হয়। পরে জেলা পুলিশ থেকে আমাদের জানায়।
কারখানা কর্তৃপক্ষ বলেছে, আমদানি করা ওই কাঁচামাল শ্রমিকরা বাছাই করার সময় গ্রেনেড সদৃশ্য বস্তুটি দেখতে পায়।’জাপান থেকে আমদানি করা কাঁচামালের ভেতর গ্রেনেডটি পাওয়া যায়।
তিনি আরো বলেন ‘ ঘটনাটির খবর পেয়ে আমরা গিয়ে রাত ৯টার দিকে গ্রেনেডটি নিস্ক্রিয় করি। গ্রেনেডটির বাইরে জং ধরা থাকলে এটি তাজা ছিল। কোন আগুন বা তাপ পেলে এটি বিস্ফোরিত হতে পারত।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment