ঢাকার দোহারে নাজমুল হাসান (২৬) নামে এক
যুবককে পিটিয়ে আহত করে সবকিছু লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
উপজেলার জয়পাড়া খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নাজমুল ঐ এলাকার বাসিন্দা।
আহত
নাজমুল জানায়, বুধবার রাত সাড়ে ৮ টায় নিজ এলাকার জয়পাড়া খালপাড় ব্রিজে বসে
মোবাইলে গেম খেলার সয়ম, এক যুবক এসে আমাকে ডাক দিলে আমি এগিয়ে যাই।
কাছে
যেতেই বানাঘাটা এলাকার মারুফ, সাকিব ও কাউসারসহ অজ্ঞাত কয়েকজন আমার উপর
হামলা চালিয়ে সাথে থাকা মোবাইল ও নগদ অর্থ লুট করে।
পরে আমার চিৎকারে
স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং আমাকে উদ্ধার করে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় নাজমুল বাদী হয়ে মারুফ, সাকিব ও
কাউসারসহ অজ্ঞাত কয়েকজনের নামে থানায় অভিযোগ দাখিল করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment