চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ‘টিভি ইউনিটের নতুন কমিটি - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

  

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 15 July 2020

demo-image

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ‘টিভি ইউনিটের নতুন কমিটি

একুশে মিডিয়া, রিপোর্ট:
ekushey-media.com-2020

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) টিভি ইউনিটের নির্বাচনে ডিবিসি’র জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদুল হক ইউনিট চিফ ও জিটিভি’র নিজস্ব প্রতিবেদক তৌহিদুল আলম ডেপুটি চিফ নির্বাচিত হয়েছেন।আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে সিইউজে কার্যালয়ে ইউনিটের সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।’
এর আগে ইউনিটের সভায় করোনা সংকটের মধ্যে টেলিভিশন চ্যানেলে কর্মরতদের স্বাস্থ্য সুরক্ষা ও বেতন ভাতা নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা।সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সংবাদকর্মীদের মধ্যে করোনা সংকটে সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের। কিন্তু সর্বোচ্চ ঝুঁকি নেয়ার পরও অনেক প্রতিষ্ঠান কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করেনি। কিছু কিছু টেলিভিশন চ্যানেলে দুই-তিনমাসের বেতন বকেয়া রয়েছে। এমনকি ঈদুল ফিতরের বোনাসও পরিশোধ করা হয়নি।’
সংকটকালে টেলিভিশন মালিকদের এ ধরণের দায়িত্বহীন আচরণ সাংবাদিকরা প্রত্যাশা করেনি।নেতৃবৃন্দ বলেন, অনেক টেলিভিশন চ্যানেল কোন ধরণের সুরক্ষা সামগ্রী না দিয়েই করোনা সংকটের মধ্যে সংবাদকর্মীদের কাজ করাচ্ছে। সংবাদকর্মীদের পরিবহণ সুবিধা দিতে পারেনি। একদিকে সুরক্ষা সামগ্রী ব্যয়, বাড়তি পরিবহন ব্যয়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি অন্যদিকে বেতন-ভাতা বকেয়া এ অবস্থায় সংবাদকর্মীদের জীবনধারণই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে’।
প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রীর বেতন-ভাতা পরিশোধের আহ্বানের পরও পাওনা পরিশোধ না করা দু:খজনক। এ অবস্থা চলতে থাকলে কঠোর আন্দোলন শুরু করা ছাড়া সংবাদকর্মীদের কোন উপায় থাকবে না।সভায় চলতি সপ্তাহের মধ্যেই সাংবাদিকদের বকেয়া পাওনা ও ঈদুল আজহার বোনাস পরিশোধের আহ্বান জানান সিইউজে নেতারা।মাসুদুল হকের সভাপতিত্বে ইউনিট সভায় বক্তব্য রাখেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ,  সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ,  চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজে সহ-সভাপতি অনিন্দ্য টিটো, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা ও টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু।’
আরও উপস্থিত ছিলেন সিইউজে সদস্য আরিচ আহমেদ শাহ, অনুপম শীল, ফরিদ উদ্দিন, রাজীব বড়ুয়া, কাজী মনজুরুল ইসলাম, এ কে আজাদ, অমিত দাশ, হুমায়ুন কবির, মোহাম্মদ জহিরুল ইসলাম, জোবায়ের মঞ্জু, মোরশেদ হোসেন, নাঈমুল বাবু, আসহাবুর রহমান সোয়েব, মোহাম্মদ মনসুর, ইমরুল কায়েস মিঠু, নাজিম উদ্দিন, সাইমন আল মুরাদ, নুরুজ্জামান আতিক, আসাদুজ্জামন লিমন ও হারুন উর রশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages

Contact Form

Name

Email *

Message *