একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ১ কেজি গাজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
মাদক ব্যবসায়ীরা হলেন সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শীলের ভাংগা গ্রামের মৃত শাহ আলমের পুত্র ইসরাইল প্রকাশিত ইসরাফিল (২৮) ও লম্বাকান্দি গ্রামের দুলাল মিয়ার পুত্র জালাল মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ জুলাই) বিকালে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআবুল হাসেমের দিকনির্দেশনায় এসআই রাকিবুল হাছানের নেতৃত্বে এএসআই আছকির মিয়ার সহযোগিতায় সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নরসিংপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ইসরাইল ও জালাল মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে নরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করে।
এ সময় তার কাছে থাকা পলিব্যাগ থেকে ১ কেজি গাজা উদ্ধার হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআবুল হাশেম জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃত আসামী ইসরাইল ও জালাল মিয়াকে আদালতে সোপর্দ করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment