রোমান উদ্দীন চৌধুরী:
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার সোনালী আবাসিক এলাকা থেকে রিয়াজুর রহমান জীবন নামে এক চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
গ্রেপ্তার রিয়াজুর রহমান জীবন ঝালকাঠি জেলার কাঠলিয়া থানার মরিচবুনিয়া এলাকার আবদুল খালেক হাওলাদারের ছেলে। তিনি হালিশহর এলাকার কর্ণফুলী আবাসিক এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যার দিকে চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম’।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হালিশহর থানাধীন সোনালী আবাসিক এলাকা থেকে রিয়াজুর রহমান জীবন নামের ওই চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।’
তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।তিনি আরো জানান, রিয়াজুর রহমান জীবন একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে’।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment