ঢাকার দোহারে অবৈধ ড্রেজারের কারনে ভাঙন
দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার উত্তর জয়পাড়া খালপাড়ের কোমেড়ঘাট
এলাকায় এ ভাঙন দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে, উপজেলার উত্তর জয়পাড়া
খালপাড়ের কোমেড়ঘাট এলাকায়, চঞ্চল মোল্লা, আমির ও মিন্টু অবৈধ ড্রেজার বসিয়ে
বালু উত্তোলন করে মোটা অর্থে বিক্রি করছে ভূমিদস্যুদের কাছে।
অর্থ লোভি এ
চক্রটির জন্য ভেঙে পরছে খালের দু পাড়ের অংশ। স্থানীয় বাসিন্দারা হারাচ্ছে
তারের পৈতিক বসতভিটা। স্থানীয় বাসিন্দা জমির আলী জানায়, চঞ্চল মোল্লা, আমির
ও মিন্টু প্রতি বছরের ন্যায় এবারও ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায়,
আমাদের পৈতিক বসতভিটা পরেছে ভাঙনের কবলে। একদিকে ভাঙন অন্য দিকে ড্রেজারের
শব্দে ঘুম আসতে পারেনা কেউ। ছেলে মেয়েদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে।
দুধের শিশু
রাতে চিৎকার করে উঠের। তাই স্থানীয় বাসিন্দার, ঢাকা-১ আসনের সংসদ, উপজেলা
চেয়ারম্যান ও ইউএনওর কাছে জোর দাবী জানায়। এ অবৈধ ড্রেজার বন্ধ করে আমাদের
ভিটে মাটি রক্ষা করুন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment