দোহারে বন্যা কবলিত এলাকায়, নতুন ইউএনও র প্ররিদর্শন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 6 July 2020

দোহারে বন্যা কবলিত এলাকায়, নতুন ইউএনও র প্ররিদর্শন

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি: 

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় দিনদিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সেই সাথে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এফ এম ফিরোজ মাহমুদ পদ্মা নদীর পানি বৃদ্ধি ও বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলার নারিশা, মেঘুলা ও মালিকান্দা সহ আরো বেশ কয়েকটি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এফ এম ফিরোজ মাহমুদ নববাংলাকে বলেন, সারাদেশের বিভিন্ন স্থানে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে।
ইতোমধ্যে দোহারের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। যদি আগামী দুই তিন দিনের মধ্যে পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের জন্য ত্রানের ব্যবস্থা করা হবে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী প্রমুখ।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages