নরসিংদীর রায়পুরায় চোরাই গরু সহ আন্তঃজেলার চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 20 July 2020

নরসিংদীর রায়পুরায় চোরাই গরু সহ আন্তঃজেলার চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

আল আমিন মুন্সী: 

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়   সোমবার  ভোর রাতে ৫টা ৪৫ মিনিটে  রায়পুরা থানাধীন হাঁটুভাঙা  সাকিনস্থ ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে থেকে কাভার্ড ভ্যান করে চুরি করে গরু নেওয়ার সময়।
থানার এসআই মোঃ বিয়াজ উদ্দিন ও এ এসআই মোকাদ্দম হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে  মোঃ আবু তাহের (৫৫)  শামীম (৩৫) ও শামীম মিয়া (৩৬) নামে আন্তঃজেলার চোর চক্রের  সক্রিয় ৩ সদস্য কে গ্রেফতার করেন।
প্রথম আসামী  শিবপুর থানার বংশিরদিয়া এলাকার মৃত মুনসুর আলীর ছেলে,  দ্বিতীয় আসামী  মাধবদী থানার দিঘীরপাড় এলাকার মৃত রফিক মিয়ার ছেলে,  তৃতীয় আসামী রুপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকার ছোবহান এর ছেলে, এ বিষয় রায়পুরা থানার এসআই মোঃ রিয়াজ উদ্দিন জানান,  গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান চালাই সেই সময়।
কাভার্ড ভ্যান ও চোরাই করা ৩ টি গরু উদ্ধার করি আসামীদের কাছ থেকে উদ্ধারকৃত গরু এর মূল্য ১,৩৫,০০০ টাকা  চোর চক্র অজ্ঞাত স্থান হতে গরুগুলো চুরি করিয়া নিয়ে এসে ঘটনাস্থলে বিক্রয় করতে চেয়েছিল, এ সংক্রান্তে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages