তাহিরপুরে খেলতে গিয়ে হাওরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর অকাল মৃত্যু ! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 3 July 2020

তাহিরপুরে খেলতে গিয়ে হাওরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর অকাল মৃত্যু !

একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে খেলতে গিয়ে হাওরের পানিতে ডুবে সালমান হোসেন (৩) বছরের শিশুর অকাল মৃত্যু ঘটেছে।নিহত সালমান হোসেন ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি গ্রামের হত দরিদ্র শ্রমিক হেলাল মিয়ার ছেলে।
পারিবারিক সুত্রে জানাগেছে,নিহত সালমান হোসেন শুক্রবার ভোর সকালে নিজ ঘর থেকে খেলার উদ্যেশ্যে বের হয়ে যায়।পরে তার বাবা-মা ও পরিবারের লোকজন তাকে না পেয়ে বাড়ির চারপাশে খুঁজতে থাকেন।একপর্যায়ে বাড়ির পশ্চিমে হাওরে বাসমান অসস্থায় কিছু একটা বেসে উঠেছে বলে আওয়াজ উঠেছে আশেপাশে লোকজনের মুখে।কাছে গিয়ে দেখাযায় সালমান হোসেনের লাশ পানিতে বেসে উঠেছে।সেখান থেকে তাকে বাড়ির আঙ্গিনায় আনা হয়। পরে এলাকার কবর স্থানেই তাকে দাফন করা হয়।গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে অবুঝ শিশু সালমান হোসেনের অকাল মৃত্যুতে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ গণমাধ্যমকর্মীকে বলেন,৩বছরে শিশু সালমান হোসেনের অকাল মৃত্যুটি মেনে নেয়ার মত নয়।নিহতের পরিবারকে তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমি চেষ্টা করব।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages