গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মচ্চ নদীতে গোসল করতে নেমে আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
আজ ২৫ জুলাই শনিবার বিকেলে উপজেলার দিঘলকান্দী গ্রামে মর্চ্চনদী থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
আমিনুল উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি বাউলাপাড়া গ্রামের নজির হোসেনের ছেলে।
স্থানীয়রা
জানান, দুপুরে আমিনুলসহ তিনজন মর্চ্চ নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে
তারা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করে। এ সময় সঙ্গীয় দুইজন তীরে উঠতে
সক্ষম হলেও নিখোঁজ হয় আমিনুল।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীদের সহায়তায় বিকেল ৩ টার দিকে নদী থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের পরিবার-স্বজনসহ এলাকা মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
একুশে মিডিয়া/এমএসএ
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment