একুশে মিডিয়া, বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রামের
বাঁশখালীতে গৃহবধুকে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে জখম করেছে
দুর্বৃত্তরা। শুক্রবার ভোর সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল
এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত গৃহবধু বাঁশখালী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।
এ ঘটনায় রবিবার (১৯ জুলাই) বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। থানা
পুলিশের এসআই প্রদীপ চক্রবর্ত্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আসামীদের
গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, চাম্বল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জঙ্গল
চাম্বল এলাকার মৃত আবদুল মাবুদের পুত্র আবুল হোসেন গত শুক্রবার ভোর ৫ টার
দিকে বাড়ী থেকে বের হয়ে নিজের ক্ষেত পাহারা দিতে যায়। ওই সুযোগে পূর্ব থেকে
ওৎপেতে থাকা দুবৃর্ত্তের দল তার বাড়ীতে প্রবেশ করে তার স্ত্রী ফাতেমা
বেগমকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় ফাতেমা বেগম চিৎকার
চেচামেচি করলে এলাকার লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত
করে দ্রুত পালিয়ে যায়।
গৃহবধু ফাতেমা বেগমের স্বামী আবুল হোসেন বলেন, ‘এলাকার চিহ্নিত সন্ত্রাসী
একাধিক মামলার আসামী টাইগার নাসির গংরা আমি বাড়ীতে না থাকার সুযোগে আমার
স্ত্রীকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। ওই
সন্ত্রাসীদের গ্রেপ্তার করে অচিরেই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি
প্রদানের দাবী জানাচ্ছি আমি।’
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার
বলেন, ‘জঙ্গল চাম্বল এলাকায় গৃহবধুকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা ও মারধরের
ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।’
একুশে মিডিয়া/এসএ
No comments:
Post a Comment