একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) রিপোর্ট:
বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে সমুদ্র সৈকতের বালুচরে একটি মৃত সামুদ্রিক ইরাবতী ডলফিন চড়ে পড়ে থাকতে দেখা গেছে।
রবিবার (১৯জুলাই) স্থানীয় পর্যটকরা সমুদ্র সৈকত পরিদর্শনে গেলে পচন ধরা ইরাবতী ডলফিনটি দেখতে পায়। প্রায় ৬ফুট লম্বা এই ডলফিনটির শরীরে বিভিন্ন স্থানে ক্ষত থেকে রক্ত বের হচ্ছিল।
এই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একজন অধ্যাপক নাম প্রকাশ না করা শর্তে জানান, মারা যাওয়া ডলফিনের ছবি দেখে তিনি বলেন, কক্সবাজার ডলফিনের চেয়ে এই ডলফিনটি ধরন আলাদা।
এই ডলফিনটি বেঁচে থাকে ১৫-২৫বছর। মারা যাওয়া ডলফিনটি সরাসরি দেখা গেলে বিষয়টি বিস্তারিত বলা সম্ভব হত।
বাঁশখালী উপজেলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ডলফিনটি কিভাবে সমুদ্র সৈকতে এল এবং কি কারণে মারা গেছে তা তদন্তের বিষয়। এই ব্যপারে খোঁজ নিয়ে দেখতে হবে। এই বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment