মহেশখালী
উপজেলা জাতীয় শ্রমিক লীগ অন্তর্গত উপজেলা বাবুর্চি আহবায়ক কমিটির ঘোষণা
করা হয়েছে। উপজেলা শ্রমিকলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি' আব্দু শুক্কুর, সাধারন
সম্পাদক সরওয়ার আলম এর উপস্থিতিতে ২১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
কমিটির
আহবায়ক- রবিউল আলম সি.যুগ্ম আহবায়ক- মোঃ হোসন, যুগ্ম আহবায়ক- সিদুল দে
নুরুল আজিম, যুগ্ম আহবায়ক - মোহাঃ আমির, সদস্য- ফজলুর করিম, আালী
চাঁন,সোনামিয়া,ইদুল দে,তারেকুল ইসলাম, মোঃ জাগের, নারায়ণ দে,জাবেদ
নন্দী,মোঃএরশাদ, আমান উল্লাহ,ইমাম হোসেন আব্দুল্লাহ, মোঃ শফি আলম,সজল
পাল,সুভাষ দেওয়ানজি,খাইরুল আমিন,মোঃ নুরুচ্ছফা।
মহেশখালীর সকল ইউনিয়নের কমিটি গঠন করে সম্মেলন দেয়ার শর্তে উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন দেন।
উপজেলা
শ্রমিকলীগ এর এই সিদ্ধান্ত ১২/০৭/২০২০ ইং উপজেলা শ্রমিকলীগ সভাপতি সাধারণ
সম্পাদক এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য জানানো হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment