রোমান উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম:
ইসি সচিবনির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর জানিয়েছেন করোনা মহামারি পরিস্থিতি স্বাভাবিক না হলে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন করা হবে না।’
রবিবার (৫ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেছেন, সংবিধান রক্ষার্থে করোনা পরিস্থিতির মধ্যেই বাধ্য হয়ে ইসি-কে আগামী ১৪ জুলাই যশোর-৬ ও বগুড়া-১ আসনের ভোট গ্রহণ করতে হচ্ছে’।
গত ২৯ মার্চ চসিক নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা প্রকোপের কারণে ভোটের সাতদিন আগে তা স্থগিত করে কমিশন।’
ইসি সচিব বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য ৫ আগষ্ট পর্যন্ত সময় আছে। এরপরও নব্বই দিন সময় নেওয়া যাবে। তাই করোনা মহামারি কাটার আগে এ নির্বাচন করার কোনো পরিকল্পনা নেই’।
মো. আলমগীর আরো বলেন, শুধু চট্টগ্রাম সিটি নয়, স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনগুলোও করোনা মহামারি কেটে গেলে ভোট করা হবে।২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি।’
এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে’।
সে হিসেব বিবেচনায় নিয়ে ২৯ মার্চ চট্টগ্রাম সিটির ভোট ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্বাচন কমিশন ২১ মার্চ ভোট স্থগিত করে।’
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment