সৈকত আচার্য্য, বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালীতে ২ হাজার পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নতুন পাড়া ফুটখালী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং ৪নং ক্যাম্পের শরণার্থী আবদুল করিমের ছেলে মো. রানা প্র. টিপু (১৮) ও টেকনাফ থানার টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্প ব্লক-উ এর উমর হাকিমের পুত্র তারেক জিয়া (১৮)। আটককৃতদের বিরুদ্ধের বাঁশখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, ‘বিশেষ অভিযান পরিচালনাকালে ২ হাজার পিচ ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।’
একুশে মিডিয়া/এসএ
No comments:
Post a Comment