দুই
শতাব্দীর অধিক প্রাচীনতম চট্টগ্রামের স্বনামখ্যাত দ্বীনি শিক্ষা
প্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঐতিহ্যবাহী
সংগঠন আঞ্জুমনে তোলবায়ে সাবেক্বীনের নেতৃবৃন্দ ১২ আগস্ট বুধবার বিকেল
পাঁচটায় বায়তুশ শরফের সম্মানিত পীর সাহেব
আল্লামা মোহাম্মদ আবদুল
হাই নদভী'র সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উল্লেখ্য, পীর সাহেব আল্লামা
মোহাম্মদ আবদুল হাই নদভী নিজেও আঞ্জুমনে তোলবায়ে সাবেক্বীনের একজন সম্মানিত
সদস্য এবং প্রধান উপদেষ্টা। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন আঞ্জুমনের
সভাপতি মাওলানা মমতাজুর রহমান, সাধারন সম্পাদক অলি উদ্দিন মোহাম্মদ, সদস্য
প্রফেসর ড. এনামুল হক, প্রফেসর ড. সজাআত উল্লাহ ফারুকী, প্রফেসর ড.
মাহমুদুল হাসান, অধ্যাপক শাব্বির আহমদ, মোহাম্মদ জসিম উদ্দিন কবির, বিশিষ্ট
শিল্পপতি আলহাজ্ব আবদুশ শুক্কুর প্রমুখ।
পীর
সাহেব বায়তুশ শরফের সাথে সৌজন্য সাক্ষাতকালে আঞ্জুমনে তোলবায়ে সাবেক্বীনের
সার্বিক কার্যক্রম, বিশেষত আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন নির্মিত মাদ্রাসা
ক্যাম্পাসস্থ দ্বিতল মসজিদটি আঞ্জুমনের উদ্যোগে পশ্চিমমুখী সম্প্রসারণ নিয়ে
আলোচনা করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment