সিরাজগঞ্জের
বেলকুচিতে উপজেলার বার পাখিয়া গ্রামের বঙ্গবন্ধু সেতুর পাশ থেকে অবৈধ
ভাবে ড্রেজার লাগিয়ে যমুনা নদী থেকে বালু উত্তোলন প্রতিবাদে এলাকাবাসী
মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
১০
আগষ্ট (রবিবার) সকালে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসুচিতে বারপাখিয়া,
মুলকান্দি, দশখাধা গ্রামের প্রায় ২ শতাধিক মানুষ অংশ গ্রহন করে। এসময়
বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
সাবেক মেম্বর গাজী আব্দুল আজিজ, শাহজান আলী, মানিক সরকার প্রমুখ ।
বক্তারা
বলেন , বঙ্গবন্ধু সেতু আমাদের দেশের প্রধান স্থাপনা। সরকারী নির্দেশনা
অনুযায়ী ৬ কিলোমিটারের মধ্যে কোন ভাবেই বালু উত্তোলন করা যাবেনা। তবে কোন
কিছুর তোয়াক্কা না করে একটি প্রভাবশালী চক্ত সেতুর দক্ষিন পাশে মাত্র ৩
কিলোমিটার দুরে বারপাখিয়া সহ আশপাশের এলাকা থেকে বালু উত্তোলন করে বিক্রির
জন্য সুবিশাল ড্রেজার লাগিয়েছে। ইতি মধ্যেই তারা জোর করে পাইন স্থাপন
করেছে। এখান থেকে মাটি তুললে বঙ্গবন্ধু সেতু যেমন হুমকীর মুখে পড়বে, তেমনি
এলাকায় দরিদ্র মানুষের বসতি ও আবাদী জমি ভাঙ্গনে বিলীন হবে। তাই আমরা
ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে উর্ধতন কর্মকর্তার
হস্তক্ষেপ কামনা করছি। আশা করি তারা দ্রুত কার্যকরি পদক্ষেপ নেবেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment