শাহ মুহাম্মদ শফিউল্লাহ
বাঁশখালী:
মঙ্গলবার বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ বাঁশখালী সরকারি বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর হত্যার প্রথম প্রতিবাদ কারি শহীদ মৌলভী সৈয়দ আহমেদের ৪৩ তম শাহাদাত বার্ষিকীউপলক্ষে আলোচনা সভা পৌর মেয়র মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি কালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত আলম চৌধুরী, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রসিদ আহমদ চৌধুরী,চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কফিলউদ্দিন,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চরোয়ার কামাল, সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদুর রশিদ, অনুষ্ঠানে বক্তারা বলেন মৌলভী সৈয়দ আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা,বঙ্গবন্ধুকে যখন ১৫ আগষ্টের কালরাতে সপরিবারে হত্যা করেছিল ঠিক তখনই বাংলাদেশে প্রথম তিনি প্রতিবাদ করেন।
কিন্তু রাজাকারের দল সেই মৌলভী সৈয়দকে আজকের এইদিনে হত্যা করেছিল। কিন্তু কিছু জামাত বিএনপির অনুসারীরা ডাঃ আশরাফের মৃত্যু নিয়ে আমাদের সাংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে আপনারা এবিষয়ে সর্তক থাকবেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment