মোঃ
জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকা দোহারে লায়ন্স ক্লাবের সহ-সভাপতি
আব্দুস সালাম চৌধুরীর অসহয় ও নিম্ন আয়েদের মাস্ক, টুপি ও সেমা্ই বিতরণ
করেছেন। উপজেলার মেঘুলা বাজারে এ সব বিতরণ করেন।
মঙ্গলবার
বিকালে, উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা বাজার এলাকায় রিক্সা চালক, দিন
মজুর, রিক্সচালক ও নিন্ম আয়ের মানুষের মাঝে ৮৫০টি মাক্স,২০০ টুপি ও ২০০
প্যাকেট সেমাই বিতরন করেন। এইসব বিতরণ কার্যক্রম তদারকি করেন সাবেক
ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, ওয়াড আওয়ামীলীগের সম্পাদক আলমাছ হাওলাদার ও
বতর্মান উপজেলা ছাত্রলীগের নেতৃবিন্দরা।
লায়ন
সালাম চৌধূরী বলেন, যারা নিতান্তই হতদরিদ্র, আমরা আমাদের সাধ্য মত চেষ্টা
করেছি তাদের কষ্ট লাঘব করার। আমাদের সমাজের দায়বদ্ধতা থেকে যতটুকু পেরেছি
তাদের কাছে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছি।আগামীতে পাশে থাকবো ইনশাল্লাহ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment