মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় আবুল হোসেন (৫৫)
নামে এক মটরবাইক চালক নিহত হয়েছে। উপজেলার কেয়টখালী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত
আবুল হোসেন শীরয়তপুর এলাকার দাঁতপুরের ভাষান চর এলাকার মৃত ইউসুফ
চৌকিদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা থেকে
মটরবাইকে মোঃ আবুল হোসেন (৫৫), শাহ আলম (৬৫) ও সোহরাব হোসেন (৭০) নামে আপন
তিন ভাই নিজ বাড়ি শরীয়তপুর যাওয়ার পথে কেয়টখালী এলাকায় পৌছলে, পেছন থেকে
আসা একটি ট্রাক ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ছোট ভাই আবুল হোসেনের মৃত্যু
হয়। অন্য দুই ভাই শাহ আলম, ও সোহরাব হোসেন আহত হয়েছে। শ্রীনগর ফায়ার
সার্ভিস অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মোঃ আবুল হোসেন, শাহ আলম ও সোহরাব
হোসেন মোটর সাইকেলে করে ঢাকা থেকে বাড়িতে যাচ্ছিলেন।
এ সময় পিছন থেকে একটি
ট্রাক তাদের মোটর সাইকেলটি ধাক্কা দেয়। এতে ছোট ভাই আবুল হোসেন ঘটনা
স্থলেই মারা যান। বড় ভাই শাহ আলম ও সোহরাব হোসেন গুরুতর আহত হয়।
ফায়ার
সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন
করে।পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment