একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক: সুলতানা বেগম:
একাকী পথ চলছি এলোমেলো ভাবনায় ভাসছি মন্দ লাগছে না।
কেন?
আমি তো আছি
ভালোবাসনা আমায়?
কে তুমি?
আমি কবিতা!!!!!!
তোমার সর্বক্ষনের সঙ্গী
মনে ধ্যানে থাকি
দিনরাত অবিরত।
দুই ধারে সবুজ বনানী
আকাশটা
মেঘমুক্ত
তবুও ধুসর মলিন।
মনে মনে ভাবি
এ কেমন শাস্তি
কথা কব নেই সঙ্গী?
ঠিক বলেছো কবিতা
এসো তোমায় নিয়ে
গাঁথি কথা মালা।
হারিয়ে যাই দু'জনে
দূর দিগন্তে ছুটে
তৃপ্তিকে খুঁজে নেবো
নীলিমায় হারিয়ে।
অজানা অচেনা
আঁকা বাঁকা মেঠো
পথে
ক্লান্তি অনুভবে বসবো
বটবৃক্ষের শীতল ছায়ে।
পাখির কূজন শীতল পবন
তপ্ত
তনু স্নিগ্ধ সুষমায়
গুনগুন সুরে
গেয়ে উঠবে মন।
পড়ন্ত বিকেলে ছুটন্ত বলাকা
চোখ জুড়ানো
নানান রঙের মেলা
মুক্ত মনে ছুটছে দিকে দিকে।
কথা কব কিষাণীর সাথে
ক্লান্ত দেহের কিষাণের পাশে
বঁধুয়া ধরেছে বায়না
নোলক না পেলে
আড়ি নেবে অভিমানে।
সোহাগী দৃষ্টিতে মৃদু হেসে
ফসল উঠলে দেবে কিনে।
কিষানীর লজ্জারাঙানো দৃষ্টিতে
ফুটে উঠে স্বপ্নমাখা
বাঙলার অপরুপ চিত্র।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment