জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার দোহারে
বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার মেহেবুব কবির ও
সগধর্মিণী রিফাদ ফারহানা নাহিদ।
উপজেলার বিলাসপুরের খাজার বাজারে এ সহয়তা
প্রদাণ করেন। রবিবার সকাল সাড়ে ১০ টায়, বিলাসপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন
মোল্লার সভাপতিত্বে খাজার বাজারে শোক দিবস উপলক্ষে ত্রাণ বিতরণের আয়োজন
করা হয়।
এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মেহেবুব কবির ও তার
সহধর্মিণী। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমি কোন নেতা নেতা নয়, আমি
এলাকার সন্তান তাই মানুষের কষ্টের কথা শুনলে আমি থাকতে পারিনা। করোনা থেকে
বন্যা পর্যন্ত আমি ছিলাম এবং আগামীতেও আপনাদের পাশে থাকবো।
এ সময় উপস্থিত
ছিলেন বিলাসপুর ইউনিয়নের সাবেক আওয়ামীলীগ সভাপতি হুকুম আলী চোকদার, দোহার
প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু,
ব্যাক্তিগত সহযোগী ইকবাল মাহমুদ, মোতালেব বেপারী, আজম সিকদার, বাবু, খায়ের
মাহমুদ ও অপু প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment