বাঁশখালীর পুকুরিয়ায় জাতির পিতার ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 19 August 2020

বাঁশখালীর পুকুরিয়ায় জাতির পিতার ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

 সৈকত আচার্য্য, বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৫ আগস্ট) বিকেলে পুকুরিয়া নাটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম আকতার। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা রবিউল আলম ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সফল সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলী খান। 
পুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পুকুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য আবুল কালাম, বাঁশখালী মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রয়ান জান্নাত, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন, পুকুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফরিদ আহমদ, পুকুরিয়া ইউনিয়ন আওয়ালীমীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আকবর আলী খান, সহ-সভাপতি মো. আবদুল কাদের, জয়নাল আবেদীন, পুকুরিয়া ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, দক্ষিণ জেলা কৃষক লীগ নেতা ও পুকুরিয়া ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. আবদুচ ছবুর, পুকুরিয়া ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ওসমান, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলিম হায়দার সোহান, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সৈয়দ, সাধারণ সম্পাদক আবদুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. জিয়াউদ্দিন আরিফ, সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদক দাউদ মানিক, পুকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহাফুজুল হক, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা আব্বাস উদ্দিন, জিয়াদ সিকদার, উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হকসহ আওয়ামীলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 
এতে বক্তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ কখনও স্বাধীন হতো না। রাজাকার আলবদরদের হাতে প্রতিনিয়ত নির্যাতন নিপীড়নের শিকার হতো বাঙালীরা। তাই স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি হিসেবে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নাম বাঙালী জাতির হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবে। জাতির পিতার স্বপ্ন ছিল এদেশকে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে এদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিনির্মাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় বাঁশখালীতে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর থেকে পুরো বাঁশখালীতে প্রচুর পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। আরো অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে।  মাননীয় সাংসদ মোস্তাফিজুর রহমানের সেই উন্নয়ন কাজে বাঁধাগ্রস্থ হয়ে দাঁড়িয়েছে জামায়াত-শিবিরের একটি সিন্ডিকেট। তারা উন্নয়ন কর্মকাণ্ড নসাৎ করতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। ওই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে কঠোর ভাবে প্রতিহত করতে হবে।’
আলোচনা সভা শেষে জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য খাবারের আয়োজন করা হয়। 



একুশে মিডিয়া/এসএ 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages