একুশে মিডিয়া, রংপুর রিপোর্ট:
সুবল চন্দ্র রায় ( ৫০ ) , পিতা- মৃত বিধান চন্দ্র রায় , সাং – আমাশু কুকরুল পূর্ব পাড়া , থানা – পরশুরাম,রংপুর সিটি, রংপুর।
গত ই- ১২/০৬/২০২০ খ্রি সকাল অনুমান ৭.০০ মহানগর নিজ বাসা থেকে বের হয়ে যায় , আর ফিরে আসে নাই । আমার সকল আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করিয়া তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না ।
বিবরণ-উচ্চতা অনুমান -৫.২ ফুট , গায়ের শেমল , মুখ মন্ডল লম্বাটে , পরনে গেঞ্জি ও ট্রাউজার ছিলো । তিনি মানসিক রোগী ও কানে কম শোনেন এবং রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে ।
কোন সহৃয়বান ব্যক্তি যদি সন্ধান পান তাহলে নিম্ন মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
গেীতম চন্দ্র রায়(সন্তান)-০১৭৭৩-৯১১১৫৯, ০১৩০৮-১৫৬১০৬
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment