একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-লাজু রহমান:
কি নিয়ে লিখবো কবিতা
ভালোবাসা যা ঠুংকো
বিশ্বাস
যা হারিয়ে গেছে অবিশ্বাসে।
কি নিয়ে লিখবো কবিতা
অপেক্ষা, বাবা, মা,ভা ই, বোন
আজও যে মা নিদ্রাহারা চোখে বসে দোরজার চৌকাঠে
হারিয়ে যাওয়া মা ডাক শুনবে।
আজও বাবারা ছুটছে কোট কাচারি
সন্তান হত্যার বিচারের রায় পেতে।
আজও যে ভাইটি গুম হয়ে গেছে
তাকে পাবার আশায়
বছরের পর বছর প্রতিক্ষা।
আজও যে বোনটি দেহ নুচরে ছিরে খেয়েছে শকুনের দল,
তাদের ভয়ে ঘর ছাড়া সপরিবার।
কি নিয়ে লিখবো কবিতা
'স্বদেশ '
ফোঁফানি বাতাস, নিরব আকাশ
গুমরে গুমরে কাঁদে মাটি,
দীঘশ্বাস হু হু করে কাঁদে ঘুরে
কি নিয়ে লিখবো কবিতা
আনন্দ, শ্রদ্ধা, আবেগ, বিবেক কোথায়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment