সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের
বেলকুচিতে করোনা কালীন সময়ে সরকারী নির্দেশনা অমান্য করে একটি কোচিং
প্রতিষ্ঠান পরিচালনা করায় জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার
সকালে বেলকুচি পৌর এলাকাস্থ চালা পলাশ মার্কেট সংলগ্ন প্যাস্টরাল কোচিং
নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার
টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ
ম্যাজিষ্ট্রেট এস এম রবিন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তার সাথে উপস্থিত ছিলেন, বেলকুচি থানা পুলিশ উপপরিদর্শক মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ
ম্যাজিষ্ট্রেট এস এম রবিন প্রতিবেককে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে
চালা পলাশ-খালেকের মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
করি।
করোনাকালীন সময়ে সরকারি আদেশ অমান্য করা ও সামাজিক দূরত্ব বজায় না
রেখে এবং কোন প্রকার স্বাস্থ্য বিধি না মেনে শতাধিক ছাত্র- ছাত্রীদের
স্বাস্থ্য ঝুঁকিতে রেখে পাঠ দানের অপরাধে প্যাস্টরাল কোচিংয়ের পরিচালক কে
৫০ জরিমানা করেছি। পরবর্তীতে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment