ঝিনাইদহে অবৈধভাবে ভারতে প্রবেশকালে শিশু ও নারী সহ আটক-৭ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 13 August 2020

ঝিনাইদহে অবৈধভাবে ভারতে প্রবেশকালে শিশু ও নারী সহ আটক-৭

রবিউল ইসলাম, ঝিনাইদহ: 
বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশু ও নারী ৭জন বাংলাদেশী নাগরিক ৫৮ বিজিবি’র হাতে আটক। 
বিজিবি সূত্রে প্রকাশ, গতকাল বৃহস্পতিবার বিকালে অবৈধভাবে ভারতে গমনকালে উপজেলার নেপার মাঠের ভিতর থেকে ৫৮ বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির টহল দলের হাতে গোপালগঞ্জ জেলার সদর থানার বড় ডোমরাশুর গ্রামের হরেন বিশ্বাসের স্ত্রী রনু বিশ্বাস(৩৫),পুত্র চয়ন বিশ্বাস (২০) ও কন্যা প্রিয়াংশা বিশ্বাস (১৮), প্রিয়াংশা বিশ্বাসের শিশু কন্যা রিমু বিশ্বাস(৩), একই থানার সাতপাড়া গ্রামের অনন্ত বিশ্বাসের কন্যা মিনতি বিশ্বাস (৩০), একই জেলার কাশিয়ানী থানার তিলপাড়া গ্রামের পরিমল রায়ের স্ত্রী নমিতা রায় (৩২) এবং বাঘেরহাট জেলার শরনখোলা থানার নলবুনিয়া গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী সুমি আক্তার(২৫) কে আটক করে। 
বিজিবি জানায়, অবৈধভাবে  সীমান্ত অতিক্রমকালে ১জন শিশু, ৫জন মহিলা ও ১জন পুরষ সহ মোট ৭জনকে আটক করা হয়। এ ব্যাপারে  মহেশপুর থানায় মামলা হয়েছে। যার নং-১৮ তারিখ-১৩/০৮/২০ইং।
 
 
 
একুশে মিডিয়া/িএমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages