সৈকত আচার্য্য, বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালীতে আপন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে বড় ভাই। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কচুজুম নামক পাহাড়ি এলাকায় এঘটনাটি ঘটে। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাধনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কচুজুম পাহাড়ি এলাকার প্র: ইছাইয়ার ছেলে এমরান ও আমজাদের মধ্যে ঘরের বিদ্যুৎ বিল বেশী আসার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ ব্যাপারে কথা বলায় আমজাদ তার মাকেও গালিগালাজ করে। এদিকে মাকে গালি দেয়ায় প্রতিবাদ করে তার বড় ভাই এমরান। এরই জের ধরে মঙ্গলবার সকাল ১০ টার দিকে আমজাদ ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার আপন বড় ভাই এমরান প্র: এমদাদ (২৫)কে। এ সময় এমরানের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে ঘটনাস্থল হতে উদ্ধার করে পাশ্ববর্তী আনোয়ারা উপজেলা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটে তার।
সাধনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাদশা বলেন, `আপন ছোট ভাই আমজাদের ছুরিকাঘাতে গুরতর আহত এমরানকে আনোয়ারা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটে।`
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি (তদন্ত) মো. কামাল উদ্দিন বলেন, `সাধনপুরে ভাইয়ের হাতে ভাই খুনের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।`
একুশে মিডিয়া/এসএ
No comments:
Post a Comment