ঢাকার দোহারে করোনায় মোঃ আবুল খায়ের (৪৮)
নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মোট মৃত্যু সংখ্যা ৯ জন। মৃত
আবুল খায়ের উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা এলাকার বাসিন্দা।
জানাযয়,
রবিবারাত ১১ টায় করোনা আক্রান্ত আবুল খায়েরের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে
পরলে স্বজনসহ স্থানীয়রা দূরে চলে যায়। তার লাশ দাফনে কেউ এগিয়ে না আসলে,
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার কর্মীরা শিলাকোঠায় পৌছে রাত সাড়ে ১২
টায় দাফন কাজ সম্পূর্ণ করেন।
দাফন কাজে উপস্থিত ছিলেন, দলীয় প্রধান মোঃ
সুলাইমান বেপারী, সহকারী মাওলানা যুবায়ের আহমাদ সাকী, মাওলানা ইসমাইল বিন
খলিল, মাওলানা দেলোয়ার হোসেন, বাদশা মন্ডল (মেম্বার) ও ফারুক শরীফ প্রমূখ ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment