বেলকুচির যমুনা চরে বালু উত্তোলন প্রতিহত করতে চরবাসি বদ্ধ পরিকর, প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন মুলকান্দির চরসহ আশ পাশের চরাঞ্চালের বাসিন্দারা।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকালে বেলকুচি উপজেলার মুলকান্দির চর বাজারে মুলকান্দির চরসহ আশপাশের বিভিন্ন চর থেকে আগত বাসিন্দাদের নিয়ে ড্রেজার বন্ধের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তারা বলেন, চরাঞ্চালের সকল জমিজমা আমাদের পূর্বপুরুষের সম্পত্তি! এ এলাকায় ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করলে অত্র অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান ও হাজার হাজার গরীব মানুষের বসত ভিটা নদী গর্ভে বিলিন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন অত্র চরাঅঞ্চলের মানুষ।
বক্তাদের দাবী ইকোনমিক জোনের মাটি প্রয়োজন হলে যে সমস্ত জমির মাটি উত্তোলন করা হবে সেই জমির জোতদারদের সাথে কথা বলে যাতে চরাঞ্চালের মানুষের ক্ষতি না হয় আলোচনার মাধ্যমে সমস্যার নিরসন করতে হবে এবং অবৈধ ড্রেজার পরিচালনা করলে সংঘর্ষেরো আশঙ্কা রয়েছে বলে বক্তারা জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment