মেজর সিনহাকে গুলি করে হত্যা! ওসি সহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 5 August 2020

মেজর সিনহাকে গুলি করে হত্যা! ওসি সহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

একুশে মিডিয়া, রিপোর্ট:

টেকনাফের থানার বির্তকিত ওসি প্রদীপ কুমার দাশ ও ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৯ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের হয়েছে।’
কক্সবাজারের বাহারছড়া পুলিশ ফাঁড়ির কাছে সেনা বাহিনীর অবসর প্রাপ্ত তরুণ অফিসার সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি হত্যার অভিযোগে আজ এ মামলা দায়ের করে নিহত সিনহার পরিবার।’
এর আগে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে কক্সবাজার জেলা প্রশাসনের সামনে পৌঁছান শারমিন শাহরিয়া। পরে অ্যাডভোকেট মো. মোস্তফার চেম্বারে যান। তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন’।
বুধবার (৫ আগষ্ট) দুপুরের কক্সবাজার আদালতে হাজির হয়ে মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট বিচারক তামান্না ফারাহ এর আদালতে এ মামলা দায়ের করা হয়েছে।আদালত অভিযোগ আমলে নিয়ে র‌্যাব-১৫ কে তদন্তপূর্বক প্রতিবেদন জমা এবং টেকনাফ থানাকে হত্যা মামলা হিসেবে নথিভূক্ত করতে নির্দেশ দিয়েছেন।’
বাদীর আইনজীবি মোহাম্মদ মোস্তফা পাঠক ডট নিউজকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।আইনজীবী মো. মোস্তফা জানান, মামলাটি আদালত আমলে নিয়ে টেকনাফ থানাকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। পাশাপাশি সাত দিনের মধ্যে রেকর্ড করা হয়েছে কিনা তা আদালতকে অবগত করারও আদেশ দেয়া হয়েছে’।
মামলাটি র‌্যাব ১৫-এর কমান্ডার আজিম আহমেদকে তদন্ত করার নিদের্শ দিয়েছেন আদালত।মামলায় প্রধান আসামী করা হয়েছে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীকে। এছাড়া টেকনাফ থানার বির্তকিত ওসি প্রদীপ কুমার দাশকেও আসামী করা হয়েছে।’
তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন,ওসির নির্দেশে আমার ভাই সিনহা মোহাম্মদ রাশেদ খানকে পরিকল্পিত ভাবে ইন্সপেক্টর লিয়াকত ও তার সহযোগিরা গুলি করে হত্যা করেছে।এদিকে মেজর (অব.) সিনহা রাশেদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি শুরু করেছে।সিনহার মৃত্যুর ঘটনায় তার মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন’।
রাশেদের বাড়ি যশোরের বীর হেমায়েত সড়কে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) দায়িত্ব পালন করেছেন তিনি।তার বাবা মুক্তিযোদ্ধা এরশাদ খান অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। ৫১ বিএমএ লং কোর্সে সেনাবাহিনীর কমিশন লাভ করেছিলেন সিনহা রাশেদ। পরে ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাস থেকে স্বেচ্ছায় অবসর নেন।’




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages