একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
সার্কেল
ভিশনের প্রযোজনায় কাজী মনির পরিচালনায়। গেষ্ট হাউজ নামে ১০০ পর্বের
ধারাবাহিক ওয়েব সিরিজের শুটিং করা হয়েছে গাজীপুরের এক শুটিং হাউজে।
এই
ওয়েব সিরিজে অসাধারণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আল আমিন। অভিনয় নিয়ে আল
আমিন এর সাথে কথা বললে তিনি জানান, কাজী মনির ভাইয়ার পরিচালনায় ওয়েব
সিরিজে কাজ করতে পেরে আমি আনন্দিত গল্পটা অসাধারণ ছিল।
আশা করি দর্শকরাও
আনন্দিত হবে ওয়েব সিরিজটি দেখে। সেপ্টেম্বর প্রথম সপ্তাহে জনপ্রিয় আইপি
টিভি আই টিভিতে ওয়েব সিরিজটির ১০ পর্ব হিসেবে ধারাবাহিকভাবে সম্প্রচারিত
হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment