সৈকত আচার্য্য, বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালীতে করোনায় ক্ষতিগ্রস্থ ৭শ’১০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ। সম্প্রতি গন্ডামারা ইউনিয়নে ৩শ’২৪ ও ছনুয়া ইউনিয়নে ৩শ’৮৬ অতিদরিদ্র, দিনমজুর, বিধবা ও স্বামী পরিত্যক্ত পরিবার সমূহের মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে। বিতরণকৃত অর্থ সহায়তার মধ্যে খাদ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য, স্বাস্থ্য সম্মত ব্যবহার্য্য উপকরণ ক্রয়ের জন্য প্রতি পরিবারকে ২ হাজার ২শ’৫০ টাকা, ১৫ দিনের খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য ১ হাজার ৮শ’৬৫ টাকা এবং ১৫ দিনের স্বাস্থ্য সম্মত (হাইজিন কিট) উপকরণ ক্রয়ের জন্য ৩শ’৮৫ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও ২টি গোসলের সাবান, ২টি কাপড় ধোয়ার সাবান ও পুনঃ ব্যবহারযোগ্য ৫টি মাক্স প্রতি পরিবারের মাঝে প্রদান করা হয়েছে।
কারিতাস ফ্রান্স এর অনুদানে জরুরী সহায়তা কার্যক্রমের আওতায় কোভিড-১৯ ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জেমস্ গোমেজ। বিশেষ অতিথি ছিলেন, সংস্থার কর্মসূচী কর্মকর্তা এ.জে.এম মাজহারুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ড্যানিয়েল ছিপু গোমেজ, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. হারুনুর রশীদ, গন্ডামারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ আনোয়ারুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য কামাল উদ্দিন প্রমুখ।
একুশে মিডিয়া/এসএ
No comments:
Post a Comment