গাইবান্ধায় নদী ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের দাবিতে সমাবেশ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 24 August 2020

গাইবান্ধায় নদী ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের দাবিতে সমাবেশ

একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় নদী ভাঙ্গনরোধে কার্যকর স্থায়ী ব্যবস্থা গ্রহণ, নদী শাসন প্রকল্পে দুর্নীতি লুটপাট বন্ধ, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকসহ সকলের পুনর্বাসনের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পাটির সদর উপজেলা কমিটির উদ্যোগে আজ সোমবার (২৪ আগস্ট)  সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের ডিবি রোডে সিপিবি, সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সদস্য মশিউর রহমান মইশাল, সদর উপজেলা সিপিবি’র সদস্য গুলবদন সরকার, জাহাঙ্গীর মন্ডল, ছাত্র নেতা ওয়ারেছ সরকার প্রমুখ। বক্তারা বলেন, সদর উপজেলার ঐতিহ্যবাহী কামারজানি বন্দর নদী ভাঙ্গনে বিলীন হওয়ার পথে।
পানি উন্নয়ন বোর্ডের নদী শাসন প্রকল্পে দুর্নীতি লুটপাটের কারণে প্রতিবছর কোটি কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ অপচয় হচ্ছে। তারা অবিলম্বে নদী ভাঙ্গনরোধে কার্যকর স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই সাথে পাউবো’র দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তাগণ, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য বিনামূল্যে বীজ সার সরবরাহসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকারের নিকট দাবি জানান।
 
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages