এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির রাস্তা জোরপূর্বক দখলে বাধা দেয়ায় প্রতিপক্ষের
লোকজন হামলা চালিয়ে তিন নারীসহ চারজনকে আহত করেছে। উপজেলার শুভপুর
ইউনিয়নের তিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাজী নাছির আহম্মেদ বাদি
হয়ে থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে একটি
অভিযোগ দায়ের করেছে। থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, তিনপাড়া গ্রামের
হাজী নাছির আহম্মেদের সাথে পাশের বাড়ির আবদুল মতিন গংয়ের রাস্তার জায়গা
নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
আবদুল মতিন, তাঁর ছেলে নেছার উদ্দিন,
বোরহান উদ্দিন, মোসলেম মিয়া, তাঁর ছেলে মোঃ সুমন, এজাহার মিয়ার ছেলে আলমগীর
হোসেন ও মৃত আলী নোয়াব মুহুরীর ছেলে সহিদ উল্লাহর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও
২-৩ জন বুধবার সকালে জোরপূর্বক বাড়ির রাস্তা দখল করতে চাইলে হাজী নাছির
আহম্মেদসহ পরিবারের সদস্যরা বাধা দেয়।
এতে ক্ষীপ্ত হয়ে আবদুল মতিন ধারালো
অস্ত্র দিয়ে কুপিয়ে হাজী নাছির আহম্মদ, তাঁর স্ত্রী হোসনে আরা বেগম, আবদুর
রাজ্জাকের স্ত্রী নুরুন্নাহার, মোঃ সুমনের স্ত্রী নাছরিন আক্তারকে আহত করে।
হামলাকারীরা আহতদেরকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরাসহ নারীদের শরীরে থাকা
দুইটি স্বর্ণের চেইন ও একটি নেকলেচ ছিনিয়ে নেয়।
চিৎকার শুনে আশ-পাশের
লোকজন এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত
চিকিৎসার জন্য তাদরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ
ব্যাপারে শুভপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার বলেন, ‘উভয় পক্ষ
থানায় অভিযোগ দেয়ার কথা শুনেছি’।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment