একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-মধুছন্দা ভট্টাচার্য:
আঠারো বছরের গন্ডী
ছাড়িয়ে প্রাপ্ত বয়স্কের
উঠোনে চোখে স্বপ্নের ফেরিওয়ালা
নাটক কবিতা নন্দন
একাডেমীর হাতছানি
চলচ্চিত্র উৎসব নাট্য উৎসব
কথার ফুলঝুরি।
প্রেমিকের দল ঘুরে ফিরে
আসে বার বার।
লম্বা চুল, হাতে সিগারেট
চোখে স্বপ্নের ফেরিওয়ালা
চোখে চোখ রেখে অঙ্গীকার
হাতে হাত রেখে শপথ
আসুক ঝড়,
আসুক ঝঞ্ঝা
মনের বাঁধন থাকবে অটুট।
ভেঙ্গে গেলো ভুল
মেয়েটি বুঝলো
ছেলেটি
অর্জুন
এক রমণী থেকে অন্য রমণীর
মন তার খুব প্রিয়।
মেয়েটি অহংকারী
দরোজার বাইরে এক পা
দ্বিধান্বিত মন,
চূর্ণ বিচূর্ণ স্বপ্ন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment