মোঃ
জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ফের পদ্মায় পানি বৃদ্ধি হওয়ায় ঢাকা দোহারে
তীরবর্তী বাসিন্দাদের রাতের ঘুম হারাম হয়েছে ভাঙনের আতংকে। উপজেলার
নয়াবাড়ি, মৈনট, বিলাসপুর, নারিশা ও মুকসুদপুরে এ ভাঙন দেখা যায়। তিন দিনের
টানা বর্ষণ ও উজানের পানিতে যৌবন ফিরে পেয়েছে পদ্মা নদী।
উত্তাল ঢেউ তীরের
দিকে ছুটে আসায় শুরু হয়েছে কয়েকটি ইউনিয়নে ভাঙন। বাহ্রাঘটের ব্যবসায়ী ফজল
জানায়, আগাম বন্যায় প্লাবিত হয়ে পানি চলে যাওয়া নিশ্চিন্তায় ছিলাম। পদ্মায়
ফের পানি বৃদ্ধি হয়ে যখন বড় বড় ঢেউ এসে আঘাত হানে, তখন প্রাণটা চমকে।
কখন
যেন ঢেউয়ের সাথে দোকানসহ আমি চলে যাই নদীর গর্ভে। মৈনটের বাসিন্দা আলহক
বলেন, রাতে একটুও ঘুমাতে পারিনা, দোকানটা মনে হয় নিয়ে গেছে পদ্মায়।
বিলাসপুরের সুপিয়া বলেন, স্বামী সন্তান নিয়ে রাতে চিন্তায় থাকি।
সন্তানরা
ঘুমালেও আমরা দুজন জেগে থাকি কখন যেন সহপরিবারে পদ্মায় চলে চাই। নারিশার
মেথুলা এলাকার সুফলা বলে, তিনদিন ধরে অনেকখানী যায়গা ভেঙে প্রায় আমার ঘরের
পিছন পর্যন্ত এসেছে। যে কোন সময় আমার বসতঘর চলে যেতে পারে পদ্মার গর্ভে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment