চৌদ্দগ্রামে ঈদের শুভেচ্ছায় কামরুল হুদার বাড়ীতে নেতৃবৃন্দের ঢল নেমেছে - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 2 August 2020

চৌদ্দগ্রামে ঈদের শুভেচ্ছায় কামরুল হুদার বাড়ীতে নেতৃবৃন্দের ঢল নেমেছে

এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রামে পবিত্র ঈদুল আজহার দিনে উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার বাড়ীতে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দের ঢল নেমেছে।
শনিবার দুপুর দুইটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত উপজেলার উজিরপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে কামরুল হুদার নিজ বাড়িতে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সরজমিনে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল চৌদ্দগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা যুবদলের সভাপতি এম জাকারিয়া ও সিনিয়র যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন মামুন এর নেতৃত্বে যুবদলের বিশাল একটি বহর এসে প্রবেশ করে অনুষ্ঠান স্থলে,তার কিছু সময় পর ই উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়ের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মজুমদার এর নেতৃত্বে উপজেলার স্মরণ কালের সবচেয়ে সেরা উপস্থিতি নিয়ে পুরো উপজেলার ছাত্রদলের নেতা কর্মীদের বিশাল একটি মিছিল এসে অনুষ্ঠান স্থলে উপস্থিত হলে মূহুর্তের মধ্যে ই জনসমুদ্রে রুপ ধারণ করে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজুর পরিচালনায় উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ন সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়ের, উজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রোবেল এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে এসময় উপস্থিত থেকে সকল নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি কামরুল হুদা।
এসময় তিনি বলেন করোনা মহামারি দূর্যোগের মূহুর্তে পালিত এই পবিত্র ঈদুল আজহায় আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের বিশাল উপস্থিতি তে আমি সত্যি নিজেকে গর্বিত মনে করছি, সরকারের টানা ক্ষমতায় অবহেলিত চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি কে সক্রিয় করতে নিরলস পরিশ্রম এর স্বার্থকতা ই হলো আজকের এই সাংগঠনিক উপস্থিতিতির দৃষ্টান্ত।একপাশে চলছে ভোজন আপ্যায়ন অন্যপাশে শুরু হলো ঈদ পূর্ণমিলনীর ফুলেল শুভেচছা প্রদান।এসময় অনুষ্ঠানে উপস্থিত হওয়া চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর, ২নং উজিরপুর,৩ নং কালিকাপুর, ৪নং শ্রীপুর, ৫নংশুভপুর, ৬নং ঘোলপাশা, চৌদ্দগ্রাম পৌরসভা, ৮নং মুন্সিরহাট, ৯নং কনকাপৈত,১০নং বাতিসা, ১১নং চিওড়া, ১২নং আলকরা,১৩নং জগন্নাথ ইউনিয়নের বিএনপি,যুবদল, ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক  এর নেতৃত্বে আসা নেতৃবৃন্দ উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি কামরুল হুদাকে ফুলেল শুভেচছা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রচার সম্পাদক ভিপি মোঃ হানিফ, উপজেলা বিএনপির  সাবেক যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদুর রহমান, সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, উপজেল যুবদলের সহ-সভাপতি গোলাম ইসহাক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক ডাঃ আনোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তৃণমূল দল, তারেক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages