আটোয়ারীতে ৬ জুয়ারুকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 10 August 2020

আটোয়ারীতে ৬ জুয়ারুকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

নিতিশ চন্দ্র বর্মন নিরব, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে এক অভিযানর পরিচালনা করে সোমবার (১০ আগস্ট) সকালে ৬ জুয়ারুকে আটক করেছে পুলিশ। অতপর আটককৃতদের বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট আবু তাহের মো: সামসুজ্জামান।
জুয়ারুরা হলেন উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও মরাপুকুর এলাকার জনৈক মৃত: লড়াই মোহাম্মদের ছেলে মো: আঃ রহিম(৪৯), গিরাগাঁও বিজপাড়া গ্রামের মৃত: মিশির উদ্দীনের ছেলে মো: আঃ খালেক(৪৯), পানিশাইল গ্রামের মো: গোলাম কাদেরের ছেলে মো: অলিয়র রহমান(৪৫) এবং একই গ্রামের মৃত: আঃ রহমানের ছেলে মো: মকবুল হোসেন(৫২), মো: ইউসুফ আলীর ছেলে মো: আঃ করিম(২৮) ও মো: আব্দুর রহমানের ছেলে মো: ধজিবুল ইসলাম(৩৫)।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages