চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং যুব মহিলালীগের যৌথ উদ্যোগে ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বাঁশখালী সরকারি আলাওল (ডিগ্রী) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা।
বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সরল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশীদ, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন তালুকদার, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগ নেতা আকতার হোসাইন, উপজেলা আওয়ামীলীগ নেতা ভিপি শামশুল আলম, পৌরসভা আওয়ামীলীগ নেতা এডভোকেট তোফাইল বিন হোসাইন, সাধনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছাদুর রশীদ, চট্টগ্রাম জজ কোর্টের এপিপি এডভোকেট রায়হাদ রণি চৌধুরী, গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শিহাব উল হক সিকদার, খানখানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসীম হায়দার, কালীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসাইন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সেলিম উদ্দীন চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক মাহামুদুল ইসলাম, পৌরসভা যুব মহিলালীগের সভাপতি দেবী রুদ্র, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মিজান সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম উদ্দীন মাহফুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরুল হক চৌধুরী ফাহিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-পরিবেশ সম্পাদক রিয়াজুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান টিপু, শহীদুল ইসলাম, সাজ্জাদ মোহাম্মদ শাওন, শাহিনুর ইসলাম বাহাদুর প্রমুখ।
এতে বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার রমনা বটমূলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত গ্রেনেড হামলা চালিয়েছে স্বাধীনতা বিরোধীরা। এ সময় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আইভি রহমানসহ শহীদ হয়েছেন ২২ জন নেতাকর্মী, আহত হয়েছেন অন্তত ৩ শতাধিক। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।
একুশে মিডিয়া/এসএ
No comments:
Post a Comment