একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিভিন্ন এনজি সংস্থা’র প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা আজ বৃহস্পাতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
এনজিও বিষয়ক সমন্বয় সভা (আগস্ট-২০২০) উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও-এর মাসিক সমন্বয় সভা উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ অপরাজিতায় অনুষ্ঠিত হয়।
এনজিও বিষয়ক সমন্বয় সভা (আগস্ট-২০২০) উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও-এর মাসিক সমন্বয় সভা উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ অপরাজিতায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, মৎস্য অফিসার, ভেটেরিনারি সার্জন, সমাজসেবা অফিসারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় কোভিড-১৯ এর প্রাদুর্ভাবজনিত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, মানবিক সহায়তা কার্যক্রম, অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় ঋন কার্যক্রম পরিচালনা বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
মাইক্রোক্রেডিট রেগুলারিটি অথরিটির নির্দেশনামতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঋনের কিস্তি আদায়ে কোন প্রকার চাপ সৃষ্টি না করার জন্য সকল এনজিও প্রতিনিধিগণকে নির্দেশনা প্রদান করা হয়। তবে স্বেচ্ছায় কেউ ঋণের কিস্তি পরিশোধ করতে চাইলে কোন বাঁধা থাকবে না।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment