বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
হয়েছে শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় এ ঘটনা গটে ।
তারা হলেন ২ নং ওয়াড়ের
গিয়াসউদ্দিনের পুত্র ইরফান(৪) ও ১ নং ওয়াডের মোঃ ইলিয়াসের পুত্র মোঃ
আলহাচান (৪) তারা সম্পর্কে মামা ভাগিনা, ২ জনই গন্ডামারা মনাজি পুকুরে
গোসল করতে গিয়ে পুকুরের গভীরে ডুবে যায়, অনেক থোঁজা-খোঁজি’র পর তাদের লাশ ভেসে উঠতে
দেখে ইরফানের চাচা রিয়াজুল হক বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত
চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষনা করেন।
বাঁশখালী থানার এস আই আরিফ পুকুর পাড
এলাকা পরিদর্শন করেছেন বলে জানা যায়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment