ঢাকার দোহারে বন্যায় ভেঙে যাওয়া সড়ক মেরামত
করেছে উপজেলা প্রশাসন। উপজেলার নারিশা বাজারে এ ভেঙে যাওয়া সড়ক মেরামত করা
হয়।
আজ বুধবার (২৬ আগস্ট) সকালে, উপজেলার নারিশা বাজারের প্রধান সড়কটি বন্যার পানিতে
ভেঙে যাওয়ায় ভোগান্তির শিকার হয় স্থানীয়রাসহ দুরপাল্লার যাত্রীরা। প্রায়
বিচ্ছিন্ন হয়ে পরে ঢাকার সাথে যোগাোযোগ ব্যবস্থা। এতে অর্থের দিকে
ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ীরা ও দূর্ভোগে পরে সরকারি এবং বেসরকারি কর্মকর্তাসহ
কর্মচারীরা।
অবশেষে সরকারি অর্থায়নে, ঢাকা-১ আসনের সংসদ সালমান এফ রহমানের
নির্দেশে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সেই ভেঙে যাওয়া সড়কটি মেরামত করা হয়।
স্থানীয় বাসিন্দা ফজল একুশে মিডিয়াকে বলেন, বন্যায় সড়কটি ভেঙে যাওয়ায় বাস চলাচল বন্ধ হয়ে
গেলে ভোগান্তি পরি আমরা। আজ সড়কটি মেরামত করায় আমরা সকলে খুব আনন্দিত
হয়েছি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment