ঝিনাইদহে আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 24 August 2020

ঝিনাইদহে আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার

রবিউল ইসলাম, ঝিনাইদহ: 
ঝিনাইদহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন “আনসার আল ইসলাম’র দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টিটেররিজম ইউনিট (এটিইউ)ঢাকা।
গ্রেফতারকৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না মঙ্গলপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে ইনামুল হক (২৪) ও মসজিদ পাড়া এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৩)। সোমবার ভোর রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, ৫টি মেমোরিকার্ড এবং বিপুল পরিমান কারেন্টের তার ও বোমা তৈরির জন্য মোবাইল সার্কিট, মোডিফাইড মোবাইলের চার্জার, হোম মেড রিচার্জেবল চর্ট লাইট, মোবাইলের ব্যাটারী, বৈদ্যুতিক সুইচ উদ্ধার করা হয়।
 সোমবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ সব তথ্য তুলে ধরা হয়। পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম জানান, গ্রেফতারকৃতরা ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদী কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতরা বেশী শক্তিশালী বোমা তৈরির বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষনা করছে। তাদের বিরুদ্ধে  মামলার প্রস্তুতি চলছে।
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages