ময়মনসিংহ জামালপুর সড়কের মুক্তাগাছা
উপজেলার মানকোন নামকস্থানে শনিবার বিকেল ৪ টার দিকে রাজীব পরিবহনের চাপায়
নিহত হয়েছে সিএনজি অটো রিক্সার চালকসহ সাত আরোহী। এদের মধ্যে সিএনজি অটো
রিক্সার চালকসহ চারজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পর আরও তিন জন মারা যান।
দুর্ঘটনায় সিএনজি অটো রিক্সা দুমরে মুচরে গেছে। খবর পেয়ে মুক্তাগাছা থানা
পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালায়। পুলিশ এই ঘটনায়
বাস চালককে আটক করেছে।
মুক্তাগাছা থানার উপ পরিদর্শক
আমিনুল ঘটনাস্থল থেকে জানান, চেচুয়া বাজার থেকে মুক্তাগাছাগামী সিএনজি অটো
রিক্সাকে ঢাকা থেকে ছেড়ে আসায় জামালপুরগামী রাজীব পরিবহন সার্ভিসের বাস
চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে সিএনজি চালক মুক্তাগাছা
চেচুয়া গ্রামের আলাদুল(৩৫), মুক্তাগাছা উপজেলার ইচাখালি গ্রামের নজরুল
ইসলাম(৩৫), মধুপুর উপজেলার নয়াপাড়া গ্রামের নুরু(৩৫), তাসলিমা(২৮) ও
লিজা(১২)। অপর দু'জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment