একুশে মিডিয়া, মুক্তমত:
লেখক-কবি-সালেহা ইসলাম:
মনে পড়ে সেই হারানো অতীতের দিন,
যেখানে সুখের ঘুড়ি গুলো উড়তো রঙিন।
গল্প শোনা হতো দাদু মনির যাদুময় মুখে,
শুনতে শুনতে মায়াময় ঘুম এসে যেতো সুখে।
অজান্তেই হারিয়ে যেতাম স্বপ্নে পক্ষীরাজের দেশে,
জ্বীন পরী দৈত্য দানবের শঙ্কা মাড়িয়ে বীরের বেশে।
ছিলো সেথায় লাল পরি,
নীল পরি, আরো কতো জন,
হাত ধরে নেচে গেয়ে প্রফুল্লতায় স্নিগ্ধ হতো মন।
ছিলনা সেখানে কোন শাসন বারণ ইচ্ছেরা ডানা মেলে উড়তো কারণ- পক্ষীরাজের দেশে ফোটে শুধু স্বপ্নের কলি,
ফুল গুলো দোল খায় পড়েনা তো ঢলি,
দুঃখ দৈন্যগুলো যায় যেথা শুধু পায়ে দলি।
সাদা পক্ষীরাজে চড়ে মেঘদের সাথে স্বপ্নে বেড়াতাম ঘুরে ভোরের অঙ্গনে ভাংতো ঘুম মায়ের মায়াবী মধুর সুরে।
মা দাদুরা এখনো আছেন শুধু বদলে গেছে সময়,
ডিজিটালের দেশে সবাই এখন মন্ত্র-মুগ্ধ হয়ে রয়।
মোবাইল ছাড়া যেনো সবকিছু বড় অসার মনে হয়ে।
লক্ষ্মীপুর ২০-০৯-২০২০
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment