একুশে মিডিয়া, মুক্তমত:
ধারাবাহিক লেখক- রিনা রহমান:
দূজনের মধ্য বেশ জমে উঠেছে প্রেম
বলা বাহুল্যছেলে টির নাম" রানা"।
রানা আর রিপা একজন আরেক জনের হৃদয়ে
ঠিক জায়গা করে নিয়েছে ইতি মধ্যে.....
একদিন কথা না বললে
এরা রীতি মতো পাগল হয়ে যায়......।
রানা Cu তে কেমেস্ট্রিতে মাষ্টার্স করছে।
আর রিপা ক্লাস নাইনে উঠল।
অবুঝ মন এখনো.....
আর সব সময় সে ভয়ের মধ্যে থাকে।
স্কুলের সব ফাংশানে রিপার ভূমিকা থাকে মুখ্য।
সব বিষয়ে পারদর্শি।
লেখাপড়া গান কবিতা আবৃত্তি অভিনয় খেলাধুলা......
এবারের anual function এ সে participants করে সবক্ষেত্রে।
সমান৷ দক্ষতা অর্জন করে।
এতে করে বাবা মা রিপার।
সব আবদার মেনে নেয়।
school থেকে পিকনিকে যাওয়ার জন্য সে অনুমতি পায়।
রিপার বাবা অনুমতি দেয়...
কিন্তু সে।picnic এ না গিয়ে
রানা"র সাথে দেখা করতে যায়।
রিপা খুব ভয়ে ভয়ে একটি রিকসায় উঠে.....
রানা ওকে নিউ মার্কেটের সামনে আসতে বলে..
রিক্সা করে সে নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছার আগেই
রানা গাড়ি নিয়ে অপেক্ষা করে..... রিপা।
গাড়ি তে উঠে...
ওর মধ্যে জড়তা রয়ে গেলো
সে কোন ভাবে ফ্রি হতে পারছেনা।।।
যাইহোক ওরা দূজন পতেংগা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হলো। রানা গাড়িতে গান ছেড়ে দিল "আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো".......
রিপা একটা কথা ও বলছে না।।
রানা এতকিছু বলছে সে কোন কথারই জবাব দিল না।
এভাবে ওরা সীবিচ পৌঁছায়.....
সকাল বেলা বিচে তেমন কেউ নেই... ফাঁকা বিচ...
বেশকিছু সময় ওরা কাটালো এক সাথে তবে তাদের মধ্যে তেমন কোন কথায় হয়নি। অথচ ফোনে তারা এত কথা বলে।।
দুঘন্টা।পর ওরা back করে।
রিপাকে ওর বাসার একটু দূরে নামিয়ে রানা বাসায়৷ চলে আসে
....
এটা ওদের প্রেমের প্রথম দেখা...........
.(.চলবে)
No comments:
Post a Comment